ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের প্রস্তুতির জন্য ভারত যাচ্ছেন কোচ সালাউদ্দীন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
সাকিবের প্রস্তুতির জন্য ভারত যাচ্ছেন কোচ সালাউদ্দীন কোচ সালাউদ্দীনের সঙ্গে সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সাকিব আল হাসান বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সঙ্গে রয়েছেন। তবে শুধু প্রথম ম্যাচে খেলার সুযোগ পান সাকিব। এরপর থেকেই রয়েছেন একাদশের বাইরে। সাইড বেঞ্চে বসেই সময় পার করতে হচ্ছে তার। 

বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে বাকি নেই বেশি সময়। তাই প্রস্তুতিটা শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দীনকে নিয়ে শুরু করতে চাইছেন সাকিব।

ছাত্রের ডাকে সাড়া দিয়ে সালাউদ্দীনও ছুটে যাচ্ছেন ভারতে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে ভারতে যাচ্ছেন তিনি। সালাউদ্দীন বলেন, সাকিবের মূল লক্ষ্য বিশ্বকাপ ক্রিকেট। প্রস্তুতিটা যাতে আরও ভালো হয় সে জন্যই আমাকে ডেকেছে সাকিব। তবে অনুশীলন কোথায় করবো, কীভাবে করবো তা জানা নেই। ওর কি প্রয়োজন তা ওখানে গেলেই বুঝতে পারবো।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে এপ্রিলের শেষ সপ্তাহে। সেই ক্যাম্পে সাকিবের যোগ দেওয়ার সম্ভাবনা নেই। তাই বিশ্বকাপে যাওয়ার আগে সালাউদ্দীনের সঙ্গে থেকেই প্রস্তুতিটা সেরে ফেলতে চান সাকিব।

বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
আরএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।