ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৬ ম্যাচ পর জয় পেয়েও জরিমানায় কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
৬ ম্যাচ পর জয় পেয়েও জরিমানায় কোহলি বিরাট কোহলি

টানা ৬ ম্যাচ হার। এরপর জয় পাওয়া জয়ের থেকেও যেনো বেশি কিছু। উচ্ছ্বাস শেষ না হতেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি পেলেন দুঃসংবাদ।

শনিবার (১৩ এপ্রিল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিজেদের সপ্তম ম্যাচে এসে কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের দুরন্ত ব্যাটিংয়েই জয় পায় ব্যাঙ্গালুরু। কিন্তু এই জয়ের আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি।

স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছে ব্যাঙ্গালুরু অধিনায়ককে।

চলতি আইপিএলে স্লো ওভার রেটের জন্য জরিমানা গোনার তালিকায় কোহলি হলেন তৃতীয় অধিনায়ক। এর আগে একই অপরাধে বড় অংকের জরিমানাইয় পড়েন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা এবং রাজস্থান রয়্যালস অধিনায়ক আজিঙ্কা রাহানে।

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী বিরাট কোহলির এটাই এবারের আইপিএলে প্রথম স্লো ওভার রেটের ঘটনা। এ কারণে অধিনায়ক কোহলির ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এরপর একই ঘটনা ঘটলে জরিমানার পরিমান আরও বাড়তে পারে। ’

রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানেরও একই পরিমাণে জরিমানা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।