তবে যেহেতু ২৩ মে পর্যন্ত আইসিসির বেধে দেওয়া সময় রয়েছে। ফলে এর আগে দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে।
মিরপুরের হোম অব ক্রিকেটে সোমবার (১৫ এপ্রিল) পাপন জানিয়েছেন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত অপেক্ষা করবে। পাপন বলেন, ‘আমাদের ইনিশিয়লি ধারণা ছিল যে ১৮ এপ্রিলের দল দিতে হবে, চেঞ্জ করা যাবে না ইনজুরি ছাড়া। কিন্তু আমরা এখন এটা জানতে পেরেছি এখনও সময় আছে। ২২ মে পর্যন্ত সময় আছে কাউকে না বলে চেঞ্জ করা যাবে। আমাদের সামনে তো ট্রাইনেশন আছে, ১৮ মে শেষ হবে সো আমাদের তো সময় আছেই। ’
তবে ক্রিকেটারদের ফর্মহীনতা ও ইনজুরি নিয়ে পাপনকে ভাবাচ্ছে। ফলে বিশ্বকাপ দল নিয়েও ভাবতে হচ্ছে। পাপন আরও বলেন, ‘কয়েকটা কারণে আসলে সমস্যাটা হচ্ছে একটা হচ্ছে আমরা যাদের নিয়ে চিন্তা ভাবনা করছিলাম বিশ্বকাপে যাব ওদের ফর্ম ভাল না বা ঘরোয়াতে ভাল করতে পারেছে না। ইনজুরি একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কে আমরা ধরেছিলাম তা হয়তো ওয়ার্ল্ডকাপ স্কোয়াডে থাকবে ওরা এখনো পুরোপুরি সুস্থ না। এজন্য টিম দিতে সমস্যা হচ্ছে। ’
আয়রল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষনা করবে বিসিবি। সেখান থেকেও বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সুযোগ আছে। এছাড়া প্রিমিয়ার লিগের পারফম্যান্স বিবেচনা করা হবে কিনা সেই প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা ওয়ার্ল্ডকাপের জন্য তো ১৫ জনের টিম দিবই এছাড়া ট্রাইনেশনের জন্য কমপক্ষে ১৭ জনের নাম দেব। তাই দুই জন তো অতিরিক্ত থাকেছেই। আমরা ওখান থেকেও ট্রাই করতে পারব। প্রিমিয়ার লিগের পারফম্যান্স তো বিবেচনা করা হবে। তবে সমস্যা হলো কেউ যদি ভাল করে দেখতে হবে সে কোন পজিশনে ভাল করছে সেই পজিশনে কোন রিপ্লেসমেন্ট আছে কিনা। সেখানে যদি রিপ্লেসমেন্ট থাকে অন্য জায়গায় নেবো কিনা এসব কথা চিন্তা করে সকলকে সবজায়গায় সুযোগ দেয়া যাচ্ছেনা। ’
পেস বোলিং নিয়ে বাংলাদেশ দলে কোনো সমস্যা নেই, তাই ত্রিদেশীয় সিরিজের জন্য সাকিব-মিরাজের পাশাপাশি আরেক জন স্পিনারে কথা চিন্তা করছে বিসিবি। পাপনের মতে, ‘পেস বোলিংয়ে খুব আহমরি কোনো অপশন নেই। মাশরাফি, রুবেল, মোস্তাফিজ তো যাচ্ছে সাইফউদ্দিনও যাচ্ছে। তাহলে আরও এটা অপশন কে হবে? তাসকিন আছে কিন্ত সে তো ইনজুরিতে বা তার কবে ফর্ম ফিরে আসবে। স্পিনটাও আমরা দেখছি। আমাদের তো স্পিনার আছেই। সকিব-মিরাজের পাশাপাশি আমরা এখনো একজন স্পিনারে কথা চিন্তা করছি ট্রাইনেশন সিরিজের জন্য। এমনই কথা হয়েছে তবে নামটা এখন বলতে পারবো না। ’
তাই বলাই যায় যে বিশ্বকাপের চূড়ান্ত দল পেতে অপেক্ষা আরোও বাড়ছে। এখন দেখার বিষয় হলো কোনো নতুন চমক থাকে কিনা।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘন্টা, এপ্রিল ১৫, ২০১৯
আরএআর/এমএমএস