আসছে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। আর সেখানে বরাবরই পেসারদের দাপট চলে।
আরও পড়ুন..বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, চমক আবু জায়েদ
যদিও আন্তর্জাতিক ক্রিকেটে রাহির এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি। ৫টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন কাছাকাছি হওয়াতেই কপাল খুলেছে তার। কিউইদের মাটিতে ওয়েলিংটন টেস্টে ৩ উইকেট নিয়ে ভক্তদের সমর্থন পেয়েছিলেন। আগামী ৩০ মে বিশ্বকাপের পর্দা উঠবে। আর ২ জুন লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৫ সদস্যের বাংলাদেশের বিশ্বকাপ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এমএমএস