ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে গেলেন বুমরাহ, ফিরলেন উমেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ইনজুরিতে ছিটকে গেলেন বুমরাহ, ফিরলেন উমেশ উমেশ যাদব ও জসপ্রীত বুমরাহ: ছবি-সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় পেসারের জায়গায় ডাক পেয়েছেন উমেশ যাদব। শরীরের পেছনের নিম্নদিকে সামান্য ফ্র্যাকচার ধরা পড়েছে বুমরাহ’র। 

ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন বুমরাহ। সিরিজটিতে ১-১ ব্যবধানে ড্র করে টিম ইন্ডিয়া।

সাদা পোশাকে ফেরার কথা থাকলেও আপাতত আর মাঠে হচ্ছে না বুমরাহ’র। ভারতের ক্রিকেট বোর্ড মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জানায়, ২৫ বছর বয়সী বোলারকে এনসিএ-এর অধীনে পুনর্বাসনে যেতে হচ্ছে। তার সুস্থ হয়ে ওঠার দিকে নজর রাখবে বিসিসিআই-এর মেডিকেল দল।  

শুরুতে প্রোটিয়াদের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে ছিলেন না উমেশ যাদব। তবে বুমরাহ’র ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে দলে ফিরেছেন তিনি। ২০১৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন যাদব। সেই সফরে প্রথম ইনিংসে দুই উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে উইকেটহীন ছিলেন ৩১ বছর বয়সী ডানহাতি পেসার। ভারতের হয়ে ৪১ টেস্টে ১১৯ উইকেট নিয়েছেন যাদব।  

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ০২ অক্টোবর, ভিজাগে। পরের দুই টেস্ট হবে পুনে ও রাঁচিতে।  

ভারত টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, রিশভ পান্ত (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিনচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও শুভমান গিল।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।