ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রধান কোচ ছাড়াই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
প্রধান কোচ ছাড়াই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ বাংলাদেশ নারী দলের প্রধান কোচ আনজু জেইন: ছবি-সংগৃহীত

ভারতীয় কোচদের ছাড়াই আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিবেশি দেশটিতে যেতে অসম্মতি জানিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বর্তমান বাংলাদেশ নারী দলের প্রধান কোচ আনজু জেইন, সহকারী কোচ দেবিকা পালশিকার এবং ট্রেইনার কবিতা পাণ্ডে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সিদ্ধান্ত নিয়েছে এই সফরের জন্য অন্তর্বর্তীকালীন টিম ম্যানেজম্যান্ট নিয়োগ দেওয়ার।

ইতোমধ্যে এই সফরের জন্য সাবেক কোচ দিপু রায় চৌধুরিকে অফারও দিয়েছে বিসিবি।  

নিরাপত্তার কারণে ভারতীয় কোচরা বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছে না। কারণ কাশ্মীর ইস্যু নিয়ে এই দুই চিরশত্রু দেশের মধ্যে চরম উত্তেজনা অবস্থা বিরাজ করছে।  

পাকিস্তান সফরে বাংলাদেশ নারী দল স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি সিরিজ এবং দু’টি ওয়ানডে খেলবে।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।