ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলা টাইগার্সের প্রচারণায় ব্যস্ত মধ্যপ্রাচ্যের প্রবাসীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
বাংলা টাইগার্সের প্রচারণায় ব্যস্ত মধ্যপ্রাচ্যের প্রবাসীরা ...

চট্টগ্রাম: আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৪ নভেম্বর শুরু হচ্ছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। যাতে লাল-সবুজের বাংলাদেশের একমাত্র টিম ‘বাংলা টাইগার্স’ অংশ নিচ্ছে। এ টিমের পক্ষে প্রচারণায় ব্যস্ত মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিরা।

আধুবাবি ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও অ্যামিরেটস ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় ১০ দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর। বাংলা টাইগার্সের মূল ওনার দুবাইভিত্তিক একটি কোম্পানি।

তাদের পার্টনার হয়েছে এফএমসি গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী। কো-পার্টনার সিরাজউদ্দিন মো. আলমগীর।

গত ১৯ সেপ্টেম্বর দুবাইয়ের প্যালেস টাওয়ারে অ্যামিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলা টাইগার্সের চুক্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন আবুধাবি ক্রিকেট বোর্ডের সিইও ম্যাথিও বাউচার।

শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম ক্লাবে জমকালো আয়োজনে বাংলা টাইগার্সের লোগো উন্মোচন অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব্ সভাপতি আলী আব্বাস। উপস্থিত ছিলেন দলের পার্টনার এফএমসি গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী, কো-পার্টনার সিরাজউদ্দিন মো. আলমগীর, দলের চিফ অ্যাডভাইজার তরফদার মো. রুহুল আমিন, এফএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাতুনে জান্নাত প্রমুখ।

এফএমসি গ্রুপের পরিচালক (মিডিয়া) মহসীন কাজী বাংলানিউজকে জানান, বাংলা টাইগার্সের ৬০ ভাগ ক্রিকেটার থাকবেন এ দেশের। বাকিরা অন্য দেশের। বাংলা টাইগার্সে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীলংকার অল রাউন্ডার থিসারা পেরেরা, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার পলিন ইনজাম। দলের কোচ হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ চৌধুরী। ম্যানেজারের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল খান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লাখ লাখ বাংলাদেশি কর্মব্যস্ত সময় পার করছেন। বাংলা টাইগার্স টিম তাদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকে নিজ উদ্যোগে এ টিমের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। পরিকল্পনা করছেন মাঠে গিয়ে টিমের ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার। চট্টগ্রামে চার বারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট চ্যাম্পিয়ান এফএমসি স্পোর্টস ক্লাবের স্বত্বাধিকারী ইয়াসিন চৌধুরী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে লাল-সবুজের বাংলাদেশের সুনাম ফেরি করতেই মরুর বুকে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে পার্টনার হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।