ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

গাঙ্গুলি বিসিসিআই সভাপতি হলে সুবিধা পাবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
গাঙ্গুলি বিসিসিআই সভাপতি হলে সুবিধা পাবে বিসিবি সৌরভ গাঙ্গুলি: ছবি-সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। 
 

গাঙ্গুলির সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার এখন। আর তিনি দায়িত্ব পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়তো বাড়তি সুবিধা পাবে।

ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি বাঙ্গালি হওয়ায় সেটা আরও জোরালোভাবেই বলা যায়।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও আশা করেন গাঙ্গুলি সভাপতি হলে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো। যারা এখন বর্তমানে আছেন তাদের সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে। আগে যারা ছিলেন তাদের সঙ্গেও ছিল। সৌরভ গাঙুলি একজন বাঙালি, একজন সাবেক ক্রিকেটার। সেজন্য নিঃসন্দেহে বাড়তি একটা সুবিধা আমরা পাব। তার সঙ্গে কোনো একটা ইস্যু নিয়ে আলাপ আলোচনা করতে আমরা হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ করব। ’

ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো থাকায় সেটা আরও কাজে দেবে বলে মনে করেন তিনি। বলেন, ‘এখানে আমাদের অনেকের সঙ্গেই ব্যক্তিগত সম্পর্ক আছে। বাংলাদেশে অনেকবার খেলে গিয়েছেন তিনি। হি ইজ ভেরি ইয়াং। আমাদের এখানে তার একটা আত্মার সম্পর্ক আছে, অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবেও। এগুলো নিঃসন্দেহে কাজে লাগবে। ’

সুবিধাগুলো কেমন হবে সেই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আগে আমরা যে খেলাগুলো পাইনি, হয়ত দ্বিপাক্ষিক সিরিজ, জুনিয়র লেভেলেও যদি একচেঞ্জ প্রোগ্রাম থাকে সেগুলো নিয়ে আমরা মুক্তভাবে আলোচনা করতে পারব, এই সুবিধাটা আছে। ’

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।