ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সুপার ওভার শেষে আর থাকছে না বাউন্ডারির হিসাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
সুপার ওভার শেষে আর থাকছে না বাউন্ডারির হিসাব ছবি:সংগৃহীত

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের কথা মনে পড়ে? কি রোমাঞ্চই না জাগিয়েছিল। শেষ পর্যন্ত সুপার ওভারে টাই হওয়ায় বাউন্ডারির হিসাবে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড। তবে ট্রফি নির্ধারণটা শুধুমাত্র দু’দলের বাউন্ডারির হিসাবে দেখে অনেকেই সমালোচনায় মাতে। এবার সেখান থেকে সরে এলো আইসিসি।

দুবাইতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভা শেষে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে ভবিষ্যতে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সুপার ওভার শেষে জয়ী দল নির্ধারণে আর বাউন্ডারির হিসেব আনা হবে না বলে আইন করা হয়।

এখন থেকে সুপার ওভারেও যদি দু’দল সমান রান করে, তবে একদল না জেতা পর্যন্ত সুপার ওভার হতেই থাকবে।

এদিকে এখন থেকে বিশ্বকাপে ২০ ওভার অথবা ৫০ ওভারের ম্যাচে গ্রুপ পর্বের খেলাতেও টাই হলে সুপার ওভারে গড়াবে। এর আগে শুধু নকআউট পর্বের জন্য এই নিয়ম ছিল। আর গ্রুপ পর্বের খেলা সুপার ওভারে গড়ালে সেখানেও টাই হলে ম্যাচটি টাই বলেই নির্ধারণ হবে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।