ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নেপালের উৎসব পণ্ড করে নেতৃত্ব ছাড়লেন পরশ খাড়কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
নেপালের উৎসব পণ্ড করে নেতৃত্ব ছাড়লেন পরশ খাড়কা পরশ খাড়কা: ছবি-সংগৃহীত

তিন বছর পর পুনরায় আইসিসি’র সহকারী সদস্যপদ ফিরে পেয়েছে নেপাল। কিন্তু সেই আনন্দক্ষণের ২৪ ঘণ্টা পার হওয়ার আগে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির অধিনায়ক পরশ খাড়কা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নেতৃর্ত্ব ছাড়ার বিষয়টি জানান খাড়কা। নিজের অফিসিয়াল টুইটারে ৩১ বছর বয়সী অলরাউন্ডার লিখেন, ‘এটা জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, নেপাল ক্রিকেটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

আমি আশা করি নতুন কমিটি, ক্রিকেটার এবং এর অংশীদাররা নেপাল ক্রিকেটের জন্য ভালো কিছু করবে। আমি সিদ্ধান্ত নিয়েছি নেপাল ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার। জয় নেপাল!

সোমবার (১৪ অক্টোবর) দুবাইয়ে এক সভায় শর্তসাপেক্ষে নেপালকে আইসিসি’র সহকারী সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও তিন মাস পর পুনরায় সদস্যপদ ফিরে পেয়েছে জিম্বাবুয়ে। ২০১৬ সালে আইসিসির নিয়মভঙ্গের অভিযোগে সদস্যপদ হারায় নেপাল।  

গত জানুয়ারিতে অলরাউন্ডার খাড়কার নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পায় নেপাল। দেশটির হয়ে প্রথম সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। গত সেপ্টেম্বরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সিঙ্গাপুরের বিপক্ষে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন খাড়কা।  

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে একটি রেকর্ডেরও মালিক খাড়কা। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে তার নেতৃত্বে ছয় ম্যাচ খেলে তিন ম্যাচে জিতেছে নেপাল। খাড়কার অধিনায়কত্ব শুরু হয়েছিল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর নেপালের হয়ে ২৬ ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। জিতেছেন ১১ ম্যাচে। সম্প্রতি ওমানে পেন্টাঙ্গুলার ট্রফিতে ৪ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিতে তৃতীয় হয়ে সিরিজ শেষ করে নেপাল।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।