ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দুর্নীতির দায়ে নিষিদ্ধ তিন আমিরাত ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
দুর্নীতির দায়ে নিষিদ্ধ তিন আমিরাত ক্রিকেটার ছবি:সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার একদিন আগেই দুর্নীতির কালো ছায়া আঘাত করল। স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরাতের অধিনায়কসহ সিনিয়র দুই ক্রিকেটারকে দুর্নীতির অভিযোগে আইসিসি কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে এন্টি করাপশন আইনের ১৩টি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত এই তিন ক্রিকেটার হলেন মোহাম্মদ নাভেদ, শাইমান আনোয়ার ও কাদের আহমেদ।

এরা ছাড়াও দেশটির আজমান ক্রিকেটে মেহারদীপ ছায়াকরের বিরুদ্ধেও বিভিন্ন আইন ভঙ্গের কারণে চার্জ গঠন করা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে আমিরাতের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নাভেদকে। তার পরিবর্তে ৩১ বছর বয়সী স্পিনার আহমেদ রেজাকে অধিনায়ক করা হয়। তখন অবশ্য এ নিয়ে কোনো কারণ না দেখালেও বুধবারের ব্যাপারটিতে সব পরিস্কার হয়ে গেল।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।