ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরের আগে তামিমকে নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ভারত সফরের আগে তামিমকে নিয়ে শঙ্কা অনুশীলনে তামিম

সামনে ভারত সফর। তার আগেই বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ হয়ে এলো তামিম ইকবালের চোট। ফের মাংস পেশিতে চোট পেয়েছেন এই অভিজ্ঞ ওপেনার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। কিন্তু চোটের কারণে স্কোয়াডে নেই চট্টগ্রামের এই তারকা।

ডান পাঁজরে মাংসপেশিতে চোট পেয়েছেন তামিম।

তামিমের স্কোয়াডে না থাকার ব্যাপারে চট্টগ্রাম বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সে (তামিম) ডান পাঁজরের মাংসপেশিতে ব্যথা অনুভব করছে। সাবধানতা হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে বিশ্রামে রাখার এবং তাকে বিসিবি’তে পাঠানো হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘তার আগে থেকে এই ব্যাথা ছিল এবং সম্ভবত আগের ব্যথাটিই পুনরায় শুরু হয়েছে। তাই আমরা তার চোটের অবস্থা জানতে স্ক্যান করাতে চেয়েছিলাম। মনে হচ্ছে, তার এই চোট গ্রেড ওয়ান অবস্থায় আছে তবে স্ক্যান সম্পূর্ণ শেষ হওয়ার পর সবকিছু জানা যাবে। ’

নভম্বরে ভারত সফরে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলবে। এই সিরিজ দিয়ে টাইগাররা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।