ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরের জন্য দলে ফিরেছেন মালিঙ্গা-পেরেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
অস্ট্রেলিয়া সফরের জন্য দলে ফিরেছেন মালিঙ্গা-পেরেরা লাসিথ মালিঙ্গা: ছবি-সংগৃহীত

নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল শ্রীলংকার দশ সিনিয়র ক্রিকেটার। অবশ্য তরুণ দলটিই মিসবাহ-উল-হকের শিষ্যদের টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ করেছে। তবে এবার অস্ট্রেলিয়া সফরের জন্য দলে ফিরেছে লঙ্কানদের অভিজ্ঞ ক্রিকেটাররা। লাসিথ মালিঙ্গার নেতৃত্বে অজিদের মাটিতে তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলংকা।

মালিঙ্গা ছাড়াও দলে ফিরেছেন কুশল পেরেরা, কুশল মেন্ডিস ও নিরোশান দিকভেলা। এছাড়া পাকিস্তান সফরে দুর্দান্ত ‍পারফর্ম্যান্সের জন্য দলে আছেন ভানুকা রাজাপাক্ষে ও ওশাদা ফার্নান্দো।

 

সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ অক্টোবর, অ্যাডিলেডে। বাকি দুই ম্যাচ হবে ব্রিসবেন ও মের্লবোর্নে।  

শ্রীলংকা টি-টোয়েন্টি স্কোয়াড: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, অভিষেক ফার্নান্দো, নিরোশান দিকভেলা (উইকেটরক্ষক), দাসুন শানাকা, শেহান জয়াসুরিয়া, ভানুকা রাজাপাক্ষে, ওশাদা ফার্নান্দো, ভানিন্দু হাসারাংগা, লক্ষণ সান্দাকান, নুয়ান প্রদীপ, লাহিরু থিরিমান্নে, ইসুরু উদানা, কাসুন রাজিথা।  

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।