ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

১৪তম সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
১৪তম সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাশ ছবি:সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে চলমান জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলতে পারেননি। তবে দ্বিতীয় রাউন্ডে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাশ। রংপুর বিভাগের হয়ে অষ্টম সেঞ্চুরি করা এই ডানহাতি প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৪তম তিন অঙ্কের দেখা পেলেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ঢাকা বিভাগ সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৫৫৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে লিটেনর ব্যাটে ভালোই জবাব দিতে থাকে রংপুর।

দ্বিতীয় দিন ৫১ রানে অপরাজিত থাকা লিটন তৃতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করলেন। ১৩৩ বলে ১৩টি চারের সাহায্যে তিনি এই লক্ষ্যে পৌঁছান।

এর আগে পূর্বাঞ্চলের হয়ে বিসিএলে করেছেন ১৬ ম্যাচে ৬ সেঞ্চুরি। কিন্তু টেস্ট ক্রিকেটের মতো বাংলাদেশ ‘এ’ দলের হয়েও তার ব্যাট থেকে আসেনি সেঞ্চুরি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে রংপুর। লিটন ১১১ ও নাঈম ইসলাম ৫১ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।