ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোহিতের আরেকটি সেঞ্চুরি, নাম লেখালেন দুটি রেকর্ডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
রোহিতের আরেকটি সেঞ্চুরি, নাম লেখালেন দুটি রেকর্ডে ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সিরিজটিকে যেন নিজের সেরা মঞ্চ বানিয়ে রাখছেন রোহিত শর্মা। প্রোটিয়া বোলারদের বেদম পিটিয়ে করে নিচ্ছেন একের পর এক রেকর্ড। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামা ভারতের হয়ে টেস্টে ষষ্ঠ ও এই সিরিজেই তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন এই ডানহাতি।

রাঁচিতে শনিবার মুখোমুখি হয় ভারত ও দ.আফ্রিকা। যেখানে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত জানা টিম ইন্ডিয়ার দলনেতা বিরাট কোহলি।

তবে দলীয় ৩৯ রানে স্বাগতিকরা ৩ উইকেট হারালেও হাল ধরেন রোহিত। তিনি আজিঙ্কা রাহানের সঙ্গে ১৫০ রানের জুটি গড়েন। তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

এই সিরিজেই তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন রোহিত। মিডলঅর্ডার থেকে ওপেনিংয়ে সুযোগ পাওয়া রোহিত বিশাখাপত্তমে প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন।

এদিকে ওপেনার হিসেবে এক সিরিজে তিন সেঞ্চুরি করে রোহিত তার স্বদেশী কিংবদন্তি সুনীল গাভাস্কারের রেকর্ডে ভাগ বসালেন। গাভাস্কার অবশ্য তিনিটি ভিন্ন সিরিজে তিনটি করে সেঞ্চুরি উদযাপন করেছিলেন।

এদিন প্রোটিয়া বোলার ড্যান পিটকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন। সিরিজের প্রথম ম্যাচে ১৩ ছক্কা হাঁকানো রোহিত এই ইনিংসে এরই মধ্যে ৪ বার ওভার বাউন্ডারি মেরেছেন। আর এতেই হয়ে গেছে এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। এর আগে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার এক সিরিজে ১৫ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন। আর ভারতীয়দের মধ্যে ২০১০ সালে হরভজন সিং এক সিরিজে ১৪টি ছক্কা হাঁকিয়েছিলেন।

প্রথম দিন শেষে ৫৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৪ রান করেছে ভারত। আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়।  রোহিত ১১৭ ও রাহাতে ৮৩ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।