ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সিদ্ধান্তহীনতায় অনূর্ধ্ব-১৭ দলের পাকিস্তান সফর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
সিদ্ধান্তহীনতায় অনূর্ধ্ব-১৭ দলের পাকিস্তান সফর ছবি:সংগৃহীত

দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের। সোমবার (২১ অক্টোবর) ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগার যুবাদের। কিন্তু নিরাপত্তা বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইতবাচক সারা পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সরকারের পক্ষ থেকে নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদন পাওয়ার পরই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে অনূর্ধ্ব-১৭ দলের। কিন্তু যাওয়ার আগের দিনই কোনো সবুজ সংকেত না পাওয়ায় সিরিজ হবে কিনা তা নিয়ে কোন সিদ্ধান্ত দিতে পারেনি বিসিবি।

রোববার (২০ অক্টোবর) বিসিবি’র গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার বলেন, ‘সোমবার রাতে পাকিস্তান যাওয়ার ফ্লাইট। তবে আমরা নিরাপত্তা পর্যবেক্ষক দলের রিপোর্টের জন্যই অপেক্ষা করছি। আমরা সবাই প্রস্তুত আছি। নিরাপত্তা পর্যবেক্ষক দল যদি হ্যাঁ বলে তবে আমরা যাব। আর না হলে যাওয়া হবে না আমাদের। ’

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।