ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের ভারত সফর নিয়ে শঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
বাংলাদেশের ভারত সফর নিয়ে শঙ্কা দাবি নিয়ে কথা বলছেন সাকিব। ছবি: শোয়েব মিথুন

১১ দফা দাবিতে জাতীয় দলের ক্রিকেটাররা সবধরনের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। দাবি না মানা পর্যন্ত ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছু থেকে বিরত থাকবেন বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাকিব-তামিম-মুশফিকের মতো প্রথমসারির ক্রিকেটাররা।

মিরপুর হোম অব ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। ফলে আগামী মাসে ভারত সফর শঙ্কার মধ্যে পড়ে গেল।

সংবাদ সম্মেলনে উপস্থিত  ছিলেন সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মিরাজ, ইমরুল, সৌম্য, মুশফিক, সাইফউদ্দিন, এনামুল বিজয়, মুমিনুল, মিঠুন, জুনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শফিউল ইসলাম, তাসকিন, মোস্তাফিজ, রুবেল, তাইজুলসহ অনেক ক্রিকেটার।

চলমান জাতীয় ক্রিকেট লিগে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়নি। গত কয়েক বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগেও  বাড়ানো হয়নি পারিশ্রমিক। প্রতিশ্রুতি দেয়া হলেও  চলমান জাতীয় ক্রিকেট লিগে খেলোয়াড়দের ম্যাচ ফি সহ অন্য সুযোগ-সুবিধা বাড়ানো হয়নি।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের 'বঙ্গবন্ধু বিপিএল’ নামে যে বিপিএল আয়োজন করার কথা তাতে নেই কোন ফ্র্যাঞ্চাইজি। ফলে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমে যাবে। এমন নানান কারণেই ক্রিকেটাররা এই ধর্মঘটের ডাক দেন।

ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।