ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার সঙ্গে খেলতে বরিশালে অনূর্ধ্ব-১৯ দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
শ্রীলঙ্কার সঙ্গে খেলতে বরিশালে অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কার সঙ্গে খেলতে বরিশালে অনূর্ধ্ব-১৯ দল। ছবি: বাংলানিউজ

বরিশাল: সফরকারী শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চারদিনের ম্যাচ খেলতে বরিশাল পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

বুধবার (২৩ অক্টোবর) সকালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে নগরের হোটেল স্যাডেনা ইন্টারন্যাশনালে তাদের নিয়ে যাওয়া হয়।

বিকেলে বরিশালে এসে পৌঁছায় শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তারা উঠেছে হোটেল গ্রান্ড পার্কে।

১৯৬৬ সালে প্রায় ৩০ একর জায়গায় বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠা হয়। ৫৩ বছরে এবারই প্রথম কোনো বিদেশি দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে এসেছে বরিশালে। এতে খুশি বরিশালের ক্রিকেটপ্রেমী ও উদীয়মান ক্রিকেটাররা।

আমাগী ২৬ অক্টোবর বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শ্রীলংকা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের চারদিনের ম্যাচ শুরু হবে। এর আগের দুই দিন স্টেডিয়ামে অনুশীলন করবেন খেলোয়াড়রা।
   
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।