ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
ক্রিকেটারদের আন্দোলন কারও বিরুদ্ধে নয় সাকিবের ডান পাশে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। ছবি: শোয়েব মিথুন

অবশেষে দেশের ক্রিকেটের চলমান সমস্যা সমাধান হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন ক্রিকেটাররা। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তারা। এদিন ক্রিকেটারদের পক্ষে কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

মঙ্গলবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, দেশের ক্রিকেটকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। তবে, ক্রিকেটাররা বলছেন, তাদের এই দাবি বা আন্দোলন কারও বিরুদ্ধে নয়।

মোস্তাফিজুর রহমান বলেন, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে, ক্রিকেটারদের এই আন্দোলন ব্যক্তিগত কারও বিরুদ্ধে বা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে নয়। এটি ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটারদের যে দাবি, সেগুলো আদায়ের জন্যই। এটি কারও বিরুদ্ধে ষড়যন্ত্র নয়। '

আরও পড়ুন...সংবাদ সম্মেলনে আরও ২ দাবি ক্রিকেটারদের

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘন্টা, অক্টোবর ২৩, ২০১৯
আরএআর/এমএমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।