ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলন ফাইল ছবি

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা। তার আগে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজকে সামনে রেখে শুক্রবার (২৫ অক্টোবর) মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন।

টি-টোয়েন্টি দলের সবাই এই অনুশীলনে অংশ নেবেন। এদিকে শুক্রবার সকালেই বাংলাদেশ দলের সকল কোচিং স্টাফ ঢাকায় এসে ক্রিকেটারদের সঙ্গে যোগ দেবেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘সকালের মধ্যে আমাদের যারা কোচিং স্টাফ আছে তারা চলে আসবে এবং আমরা তিনটায় আমাদের ক্যাম্প শুরু করবো। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।