ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সফরে যেতে রাজি নন ডমিঙ্গো-ভেট্টরিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
পাকিস্তান সফরে যেতে রাজি নন ডমিঙ্গো-ভেট্টরিরা ডমিঙ্গো-ল্যাঙ্গভেল্ট-ভেট্টরি

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা সাকিব-তামিমদের। যদিও নিরাপত্তা ইস্যুতে এই সফর না হওয়ার সম্ভাবনাই বেশি। তার বদলে হয়তো সফর অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। সফর আলোর মুখ দেখলেও অবশ্য বাংলাদেশের কোচিং স্টাফদের প্রায় সবাই পাকিস্তান সফরে যেতে রাজি নন।

বিসিবি’র একটি সূত্রের বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ২ টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে শুধু বাংলাদেশ দলের কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন ছাড়া আর কারও আগ্রহ নেই। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে আলোচনা করেননি কেউই।

পাকিস্তান সফরে না যাওয়ার ইচ্ছের কথা এরই মধ্যে বিসিবিকে জানিয়ে দিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক, নতুন যুক্ত হওয়া ফিজিও জুলিয়ান কালেফাতো এবং স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। সফরে যাবেন না বলে আগেই নিশ্চিত করেছেন দলের ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন।

এদিকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গ্রিন সিগনাল পাওয়ার পর চলতি মাসে নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৬ দলকে পাকিস্তান সফরে পাঠিয়েছে বিসিবি। তবে ওই সফরেও নারী দলের হেড কোচ আঞ্জু জেইন এবং তার দুই স্বদেশী কোচিং স্টাফ যাননি। ফলে কোচের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় কোচ দিপু রায় চৌধিরীর কাঁধে।

বাংলাদেশের পাকিস্তান সফর নির্ভর করছে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামতের ওপর।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।