ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ছে কোহলি-রোহিতদের সঙ্গে গাঙ্গুলীর মিটিংয়ের একটি মুহূর্ত/ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটারদের ১১ দফা (পরে ২টি দাবি বাড়ানো হয়) দাবির অন্যতম ছিল, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আপাতত দাবি পূরণের অপেক্ষা। তবে কোনো দাবির প্রেক্ষিতে নয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব বুঝে নেওয়ার পর প্রথম সিদ্ধান্ত হিসেবে সৌরভ গাঙ্গুলী দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম কার্যদিবসে এমএসকে প্রসাদের নির্বাচক কমিটি, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার রোহিত শর্মার সঙ্গে এক মিটিংয়ে বসেন গাঙ্গুলী। ওই মিটিংয়েই ঘরোয়া ক্রিকেটের উন্নয়নের জন্য নতুন সিদ্ধান্ত নেন সাবেক ভারতীয় অধিনায়ক।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টাইমস’র এক রিপোর্টে জানানো হয়েছে, ঘরোয়া ক্রিকেটের উন্নয়নের দিকেই প্রথম নজর দিয়েছেন কলকাতার ‘প্রিন্স’। গত দু’দিন ধরেই নাকি তিনি তার নতুন সহকর্মীদের নিয়ে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানোর ব্যাপারে আলোচনা করেছেন।  

জাতীয় দলের ক্রিকেটার এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতার বিশাল ব্যবধানের বিষয়টা নজরে আসতেই তাতে পরিবর্তনের উদ্যোগ নেন গাঙ্গুলী। বর্তমানে প্রথম শ্রেণির ক্রিকেটাররা (ম্যাচ চলাকালীন) দিন প্রতি ৩৫ হাজার ভারতীয় রুপি পাচ্ছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাদের বেতন-ভাতা বেড়ে দাঁড়াবে ৫০ হাজার রুপিতে।

শুধু বেতন-ভাতা বাড়ানো নয়, ব্যাঙ্গালোরে অবস্থিত ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) উন্নয়নে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড। এজন্য ক্রিকেটার থেকে কোচ বনে যাওয়া রাহুল দ্রাবিড়ের সঙ্গেও আলাদা পরিকল্পনা করেছেন গাঙ্গুলী। ঘরোয়া ক্রিকেটের উন্নয়নের জন্য গাঙ্গুলীর সবচেয়ে বড় ভরসা তার সাবেক এই সতীর্থ।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা বর্তমানে ৩৫ হাজার টাকা করে পাচ্ছেন। এটা বাড়িয়ে ১ লাখ টাকা করার দাবি জানিয়েছেন সাকিব-তামিমরা। বোর্ড দাবি মানলেও বাস্তবায়নে সময় লাগবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।