ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইফউদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
সাইফউদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড! মোহাম্মদ সাইফউদ্দিন/ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যক্তিগত ফেসবুক এবং ইন্সটাগ্রাম আইডি হ্যাকড হয়েছে। 

শুক্রবার সাইফউদ্দিনের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে আইডিগুলো ফিরে পাওয়ার আগ পর্যন্ত অপ্রত্যাশিত মেসেজ আদান-প্রদান এ সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

পোস্টটি হুবুহু তুলে ধরা হলো,

মোহাম্মদ সাইফুদ্দিন এর ব্যক্তিগত ফেসবুক এবং ইন্সটাগ্রাম আইডি হ্যাকড!! আইডিগুলো ফিরে পাওয়ার আগ পর্যন্ত অপ্রত্যাশিত মেসেজ আদান-প্রদান এ সতর্ক থাকার অনুরোধ রইল। ’

নিজের ব্যক্তিগত আইডি হ্যাকড নিয়ে সাইফউদ্দিনের ফেসবুক পোস্ট/ছবি: ফেসবুক থেকেএদিকে আসন্ন ভারত সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন সাইফউদ্দিন। পিঠের ইনজুরির কারণে তাকে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।