ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচ নিষিদ্ধ নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এক ম্যাচ নিষিদ্ধ নাসির নাসির হোসেন/ফাইল ছবি

আম্পায়ারের সঙ্গে অসদাচরণের অভিযোগে জাতীয় ক্রিকেট লিগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছে নাসির হোসেন। 

এনসিএল’র দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তার আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারের উদ্দেশে বাজে ব্যবহার করেন রংপুর বিভাগের অধিনায়ক। এর আগের ম্যাচেই বোলিংয়ের সময় মজা করার জন্য সমালোচিত হয়েছিলেন তিনি।

দুই ম্যাচের এমন আচরণের কারণে তাকে প্রতীকী শাস্তি হিসেবে ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে ক্রিকেটারদের ধর্মঘটের কারণে দুই দিন পিছিয়ে শনিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে জাতীয় লিগ। এদিন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হয়েছে রংপুর। নিষিদ্ধ হওয়ায় এই ম্যাচে থাকছেন না নাসির। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন পেসার সাজেদুল ইসলাম।

জাতীয় দলের বাইরে থাকা নাসির দীর্ঘদিন থেকেই ফর্মের বাইরে আছেন। এবারও তিন ম্যাচে রান যথাক্রমে ৪, অপরাজিত ২৩ আর ১। জাতীয় লিগ শুরুর আগে প্রথম দফায় ফিটনেস টেস্টেও উতরাতে পারেননি তিনি। বিপ টেস্টের পাস মার্ক ১১ থেকে কমিয়ে ১০ করার পর সুযোগ পান। কিন্তু মাঠে সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না তিনি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।