ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুরের হয়ে চমক দেখালেন লেগস্পিনার রিশাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
রংপুরের হয়ে চমক দেখালেন লেগস্পিনার রিশাদ রিশাদ হোসেন

বিশ্বব্যাপী বিস্ময় ঘটাচ্ছেন লেগস্পিনাররা। তবে এক্ষেত্রে একেবারে ব্যতিক্রম বাংলাদেশ। নেই প্রতিষ্ঠিত কোনো লেগস্পিনার। কিন্তু চলমান জাতীয় ক্রিকেট লিগে দারুণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের কড়াকড়ি, প্রতিটি দলেই অন্তত একজন লেগস্পিনার লেখাতে হবে। প্রথম রাউন্ডে লেগস্পিনার না খেলানোয় দু’জন কোচ চাকরিও হারিয়েছেন।

পরে দ্বিতীয় রাউন্ড থেকে লেগস্পিনার নেওয়া হয়েছে প্রতিটি দলে। আর তৃতীয় রাউন্ডে এসে তো চমকই দেখালেন রিশাদ হোসেন।

তার ঘূর্ণিতেই প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ২০১ রানে গুটিয়ে যায় রাজশাহী বিভাগ। কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জবাবে ব্যাট করা রংপুর বিভাগও অবশ্য ২ উইকেট হারিয়ে ৩২ রানে দিন শেষ করেছে। ১৬৯ রানে পিছিয়ে রয়েছে তারা।

এদিন রিশাদের ঘূর্ণির সামনে প্রতিপক্ষের কেউ টিকতেই পারেননি। তিনি রাজশাহীর মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, ফরহাদ হোসেন ও সানজামুল ইসলামকে ফিরিয়ে ক্যারিয়ারে তৃতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে প্রথমবার পাঁচ উইকেট তুলে নেন। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক ফরহাদ।

রিশাদ ছাড়া রংপুরের হয়ে সাজেদুল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ দুটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে অবশ্য রংপুরেরও শুরুটা ভালো হয়নি। দলীয় ১২ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বসে দলটি। তবে মেদেদি মারুফ ১৯ ও নাঈম ইসলাম ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

রাজশাহীর দেলওয়ার হোসেন ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।