ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিল্লির বায়ুদূষণে শঙ্কায় ভারত-বাংলাদেশ ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
দিল্লির বায়ুদূষণে শঙ্কায় ভারত-বাংলাদেশ ম্যাচ ২০১৭ সালের ডিসেম্বর ভারত-শ্রীলঙ্কার ম্যাচে বায়ুদূষণের কারণে ফিল্ডিংয়ে থাকা লঙ্কান প্রায় সব ক্রিকেটারই মুখে মাস্ক পরে নেমেছিলে।

বাংলাদেশের আসছে ভারত সফর শুরু হবে দিল্লি দিয়ে। তবে দেশটির রাজধানীর অতিমাত্রার বাযুদূষণ চিন্তায় ফেলে দিয়েছে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচকে। সূচি অনুযায়ী ৩ নভেম্বর ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৭ সালের ডিসেম্বর এই মাঠেই ব্যতিক্রমী কিছু চিত্র দেখা যায়। ভারত-শ্রীলঙ্কার সেই ম্যাচে বায়ুদূষণের কারণে ফিল্ডিংয়ে থাকা লঙ্কান প্রায় সব ক্রিকেটারই মুখে মাস্ক পরে নেমেছিলে।

এ ব্যাপারটি তখন বেশ বিব্রতই করে ভারত তথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।

ভারতীয় উৎসব দীপাবলির সময় দিল্লি আবহাওয়া আরও খারাপের দিকে যায়। যেখানে উৎসবটির এক সপ্তাহ পরেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে বিসিবিআই জানাচ্ছে বায়ুদূষণ এ ম্যাচে কোনো প্রভাব ফেলবে না। আর ভ্রমণের সুবিধার জন্যই দিল্লি দিয়ে বাংলাদেশের সফর শুরু করা হয়েছে।

ভারতের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অবশ্য এখানকার বায়ুদূষণের মাত্রা খুবই খারাপ বলে জানিয়ে দিয়েছে। ৩০১-৪০০ মাত্রাটি খুবই খারাপ বলে বিবেচিত হয়। আর একিউআইয়ের মতে শহরটিতে এখন ৩৫৭ চলছে।

বিসিসিআইয়ের সিনিয়র কর্মকর্তারা ও দিল্লির ক্রিকেট অ্যাসোসিয়েশন অবশ্য জানিয়েছে বায়ুদূষণে তাদের খুব একটা কিছু করার নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে তাদের বিশ্বাস।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘দেখেন দীপাবলির এক সপ্তাহ পর এই ম্যাচটি মাঠে গড়াবে। আমরা আশাকরি এতে খেলোয়াড়দের স্বাস্থ্যগত কোনো সমস্যায় পড়তে হবে না। ’

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।