ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বরিশালের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
বরিশালের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে সিলেট সিলেট বনাম বরিশালের ম্যাচ: ফাইল ফটো

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চতুর্থ রাউন্ডে টায়ার টুয়ের ম্যাচে  বরিশাল বিভাগের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে সিলেট বিভাগ। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে সিলেটের চেয়ে ১৪৮ রানে পিছিয়ে আছে বরিশাল।

প্রথম ইনিংসে বরিশালের ১৬২ রানের জবাবে সিলেট অলআউট হয় ৩২২ রানে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বরিশালের সংগ্রহ ১ উইকেটে ১২ রান।

১ উইকেটে ৮২ রান নিয়ে দিনের খেলা শুরু করে সিলেট। শাহনাজ আহমেদ ও জাকির হোসাইনের অর্ধশতকে সিলেট প্রথম ইনিংসে ৩২২ রানে অলআউট হয়। শাহনাজ ৭৩ ও জাকির ৫৩ রান করেন। বরিশালের মনির হোসেন ৩টি এবং কামরুল ইসলাম রাব্বি, তানভির ইসলাম, সোহাগ গাজী, রাফসান আল আহমেদ, মোহাম্মাদ আশরাফুল ও নুরুজ্জামান ১টি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে  রাফসানের উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ১২ রান।

বাংলাদেশ সময়ঃ ২১০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।