ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আজমির-মার্শালের ফিফটিতে ঢাকা মেট্রোর লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আজমির-মার্শালের ফিফটিতে ঢাকা মেট্রোর লিড শট খেলার পথে আজমির: ছবি-শোয়েব মিথুন

তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস শুরু করে সিলেট বিভাগের বিপক্ষে ২০৪ রানের লিড নিয়েছে ঢাকা মেট্রো। আজমির আহমেদ এবং মার্শাল আইয়ুবের ফিফটির ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৪৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে তারা। এর আগে ৮ উইকেটে ৩১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। 

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে টায়ার-ওয়ানে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সোমবার (১১ নভেম্বর) ৬ উইকেটে ৩২২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে সিলেট বিভাগ।

ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রাহাতুল ফেরদৌস ও এনামুল হক জুনিয়র।

তবে তারা দলকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। দিনের শুরুতে জুনিয়রকে (২০) সাজঘরে ফেরত পাঠান শহিদুল ইসলাম। এর পরপরই ফেরদৌস (৩৯) ও নাসুম আহমেদকে (১১) তুলে নেন শরীফউল্লাহ। তাসকিন আহমেদ শেষ উইকেট হিসেবে রেজাউর রহমানকে (৮) আউট করলে সিলেট থামে ৩৫১ রানে।  

সিলেট বিভাগের উইকেট উদযাপন: ছবি-শোয়েব মিথুনদ্বিতীয় ইনিংস শুরু করে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখাতে থাকেন ঢাকা মেট্রোর ওপেনার আজমির। আরেক ওপেনার রাকিন আহমেদ (১৫) দলীয় ৩৫ রানে ফিরলেও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শামসুর রহমানের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে ফিফটি তুলে নেন তিনি। রেজাউরের বলে সাজঘরে ফেরার আগে ১১৩ বলে ৮০ রান করেন আজমির। তার ইনিংসটি সাজানো ছিল ৮ ছক্কা ও ৪ চারে।  

এরপর নিজের বলে নিজেই ক্যাচ ধরে শামসুরকে (৩৭) বড় ইনিংস খেলতে দেননি সিলেটের অধিনায়ক অলক কাপালি। তবে ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুবকে থামাতে পারেনি কেউ। মাঝখানে আল-আমিনকে (৪) জুনিয়র নিজের দ্বিতীয় শিকার বানালেও ধীর-স্থির ব্যাটিংয়ে ফিফটি ‍তুলে নেন আইয়ুব।

আগামীকাল উইকেটরক্ষক জাবিদ হোসেনকে (১৯) সঙ্গে নিয়ে চারদিনের টেস্টের শেষদিন শুরু করবেন আইয়ুব (৭৩)।  

ঢাকা মেট্রো বনাম সিলেট বিভাগের ম্যাচটি উত্তেজনা ছড়াতে শুরু করলেও টায়ার-ওয়ানের আরেক ম্যাচে তৃতীয় দিনেও টস হয়নি।  বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগের খেলোয়াড়দের কাটাতে হয়েছে অলস সময়।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।