ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রুবেলের বিধ্বংসী বোলিংয়ের পর খুলনার লিড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
রুবেলের বিধ্বংসী বোলিংয়ের পর খুলনার লিড প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর সতীর্থদের সঙ্গে রুবেল: ছবি-শোয়েব মিথুন

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজের জাত চেনালেন পেসার রুবেল হোসেন। প্রথম স্তরের পঞ্চম রাউন্ডের ম্যাচে তৃতীয় দিনে তার বিধ্বংসী বোলিংয়ে খুলনা বিভাগের বিপক্ষে দাঁড়াতেই পারেনি রাজশাহী বিভাগ। দিন শেষে প্রথম ইনিংসে রাজশাহীর চেয়ে তিন রানে এগিয়ে আছে খুলনা।
 

সোমবার (১১ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হয় রাজশাহী। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে খুলনার সংগ্রহ ৪ উইকেটে ১৫৪ রান।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে প্রথম দিনের খেলা মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে মাত্র ১২ ওভারের খেলা হয়েছে।

ফিফটির পর সতীর্থের সঙ্গে কথা বলছেন তুষার ইমরান: ছবি-শোয়েব মিথুন বিনা উইকেটে ৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী। রুবেলের বোলিং তোপে এদিন রাহশাহীর ব্যাটসম্যানরা সু্বিধা করতে পারেনি। মিজানুর রহমান ও সানজামুল ইসলাম ছাড়া কেউই রানের দেখা পাননি। ১৫১ রানে গুটিয়ে যায় রাজশাহীর প্রথম ইনিংস। মিজানুর ৪৩ ও সানজামুল ৪৮ রান করেন।

যে বলে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করলেন রুবেল: ছবি-শোয়েব মিথুনপ্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে রুবেল ৫১ রানে নেন ৭ উইকেট। এছাড়া আব্দুর রাজ্জাক ২টি ও জিয়াউর রহমান ১টি উইকেটে নেন।

রানের জন্য দৌঁড়াচ্ছে অমিত মজুমদার: ছবি-শোয়েব মিথুনজবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অমিত মজুমদার ও তুষার ইমরানের অর্ধ-শতকে দিন শেষে খুলনার সংগ্রহ ৪ উইকেটে ১৫৪ রান। অমিত ৫৯ ও তুষার ৫৮ রান করে আউট হন। রাজশাহীর মোহর শেখ ও মুক্তার আলী ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।