ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১৬৫ রানের লক্ষ্য পেলেন সৌম্য-আফিফরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
১৬৫ রানের লক্ষ্য পেলেন সৌম্য-আফিফরা হংকংয়ের উইকেট শিকারের পর বাংলাদেশের উদযাপন: ছবি-শোয়েব মিথুন

ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ১৬৫ রানের টার্গেটে দিয়েছে হংকং। বিকেএসপিতে বাংলাদেশের বোলারদের সামনে তেমন সুবিধা করতে পারেনি হংকংয়ের ব্যাটসম্যানরা।
 

বিকেএসপি’র চার নম্বর মাঠে টস জিতে হংকংকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ৩৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান হারিয়ে চাপে পড়ে হংকং।

এই ম্যাচে বাংলাদেশের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব আবারও ইনজুরিতে পড়েছেন।

উইকেট শিকারের পর সতীর্থদের সঙ্গে আমিনুল ইসলাম: ছবি-শোয়েব মিথুন তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান তোলে হংকং। হারুন আরশাদ সর্বোচ্চ ৩৫ রান করেন।

বোলিংয়ের প্রস্তুতি নিচ্ছেন সৌম্য সরকার: ছবি-শোয়েব মিথুনবাংলাদেশের সুমন খান ৪টি, মেহেদী হাসান ২টি এবং হাসান মাহমুদ ও আফিফ হোসেন ১টি করে উইকেট নেন।

বাংলাদেশসহ ৮টি দেশ এবারের ইমার্জিং এশিয়া কাপ আসরে অংশ নিয়েছে। গত মঙ্গলবার ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও নেপাল।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।