ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিএসএলে চার বাংলাদেশি, নেই সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
পিএসএলে চার বাংলাদেশি, নেই সাকিব ছবি: সংগৃহীত

একদিন আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বিদেশি কোটায় প্লাটিনাম ক্যাটাগরিতে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছিল। সেখানে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জায়গা হয়নি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেওয়া হলো ডায়মন্ড ক্যাটাগরির তালিকা।

প্লাটিনাম ক্যাটাগরিতে সুযোগ হয় ২৮ বিদেশি ক্রিকেটারের। ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আরও ৫৯ বিদেশি ক্রিকেটার।

সেখানে বাংলাদেশি চার ক্রিকেটারকে রাখা হয়েছে। আইসিসি থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। জায়গা মিলেছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন আর মোস্তাফিজুর রহমানের।

ডায়মন্ড ক্যাটাগরিতে অন্যান্যদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার বেন লাফিং, ইংল্যান্ডের ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, লিয়াম ডসন, জো ডেনলি, ডেভিড মালান, টাইমাল মিলস, জেমস ভিঞ্চ, লুক রাইট, নিউজিল্যান্ডের লুক রঞ্চি, দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবোট, ক্যামেরুন ডেলপোর্ট, রবি ফ্রাইলিঙ্ক, ডেভিড উইসিরা।

এছাড়া আছেন শ্রীলঙ্কার নিরোশান দিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, কাসুন মেন্ডিস, দাসুন শানাকা, ইসুরু উদানা, ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, শাই হোপ, আলজারি জোসেফ, কেমো পল, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, ওসানে থমাস, কেরসিক উইলিয়ামসরা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।