আর ব্যাটিংয়ে নেমে ভারত মাত্র ২ উইকেট হারিয়েই লিড নিয়েছে। বাংলাদেশ তো ফ্লাডলাইটের কৃত্রিম আলো জ্বলে উঠার আগেই শেষ! সফরকারী ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল বল থেকে শরীর বাঁচাতে পারলেই যেন অসাধ্য সাধন!
ভারতীয় পেসাররাই ভাগাভাগি করেছেন ১০ উইকেট।
লিটন ছিটকে গেছেন প্রথম সেশনের ঠিক আগে, ২১তম ওভারে। নাঈম বিরতির পরপরই ২২তম ওভারে। ২ ওভারের মধ্যে বাংলাদেশ হারায় দুজনকে। দুজনেরই সিটি স্ক্যান করা হয়েছে।
ইশান্ত শর্মার বাউন্সারে মাথায় আঘাত পেয়ে লিটনকে যেতে হয় হাসপাতালে। পরে আর ব্যাট হাতে নামতে পারেননি তিনি। লিটনের আঘাতের রেশ না কাটতেই আরেক হাসপাতালে যেতে হয় নাঈম হাসানকেও। মোহাম্মদ শামির বাউন্সার লাগলে তিনি খেলা চালিয়ে যান। আউট হওয়ার পর তাকেও নেওয়া হয় হাসপাতালে। চোট এতটাই গুরুতর এই টেস্ট থেকে দুজনই ছিটকে পড়েছেন।
‘কনকাশন রিপ্লেসমেন্ট’ নিয়ম লিটনের জায়গায় আসেন মেহেদি হাসান মিরাজ। আর নাঈমের জায়গায় আসেন তাইজুল ইসলাম। যদিও লিটনের স্থলাভিষিক্ত হবেন কে সেটা নিয়েই ছিল শঙ্কা। পারিবারিক কারণে মোসাদ্দেক হোসেন সৈকত দেশে ফিরলে তার জায়গায় কাউকে নেওয়া হয়নি। এদিকে, হাতের আঙ্গুল ফেটে যাওয়ায় ইডেন টেস্ট থেকে ছিটকে পড়েন ব্যাটসম্যান সাইফ হাসান। আর মূল একাদশে রাখা হয়নি মিরাজ এবং তাইজুলকে।
নতুন নিয়মের ব্যাপারে আইসিসি জানায়, মাথায় আঘাত লাগলে বদলি খেলোয়াড় নেয়ার সিদ্ধান্ত নেবেন দলের ফিজিও। তবে, দুই ক্রিকেটারকে অবশ্যই একই মানের হতে হবে। তাতে ম্যাচ রেফারির অনুমোদন থাকবে। নাঈমের বদলি হিসেবে তাইজুল বল করার অনুমতি পেলেও লিটনের বদলি নামা মিরাজ বল করতে পারবেন না।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমআরপি