ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গোলাপি বলের প্রথম দিনে ‘ব্যর্থ’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
গোলাপি বলের প্রথম দিনে ‘ব্যর্থ’ বাংলাদেশ .

প্রথম দিনটা ভুলেই যেতে চাইবে প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট খেলতে নামা বাংলাদেশ। টস জিতেও ব্যাটিং বেছে নেওয়ার মতো ভুল সিদ্ধান্তের পর ভয়াবহ ব্যাটিং বিপর্যয় এবং পরে বাজে বোলিং আর ফিল্ডিং মিলিয়ে যাচ্ছেতাই একটা দিন কাটল মুমিনুলদের। অথচ একই পিচে দুর্দান্ত ব্যাটিং করে দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৬৮ রানের লিড তুলে নিয়েছে কোহলিবাহিনী।

একেবারে নতুন এক অভিজ্ঞতার মুখে দাঁড়িয়ে কেন টস জিতে ব্যাটিং বেছে নিলেন মুমিনুল হক? সিদ্ধান্তটা একটা রহস্য হয়েই থাকল। যেমন রহস্য হয়ে থাকল লিটন দাসের একাদশে সুযোগ পাওয়া।

দৃষ্টি-পরীক্ষায় (ভিশন টেস্ট) ধরা পড়েছে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান গোলাপি বলের রং চিনতে পারছিলেন না। নেট বোলার ইরফানের বলে নয়বার বোল্ড হন তিনি। এরপর মাঠে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়া তার দলে থাকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।  

শুক্রবার (২২ নভেম্বর) ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয় সিরিজের দ্বিতীয় টেস্ট। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের দলপতি মুমিনুল হক। ম্যাচের আগে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল দিবারাত্রির টেস্ট নিয়ে। ইডেনের পিচ কিউরেটর জানিয়েছিলেন, খেলতে পারলে গোলাপি বল কিংবা ফ্লাডলাইট কোনো সমস্যা হবে না। স্পোর্টিং উইকেট তৈরি হলেও বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ৩০.৩ ওভারে ১০৬ রান তুলে।  

ব্যাটিংয়ে নেমে ইনিংসের সপ্তম ওভারে ইশান্ত শর্মার বলে এলবির ফাঁদে পড়েন ইমরুল। প্রথম বলে রিভিউ নিয়ে বেঁচে গেলেও তৃতীয় বলে রিভিউ নিয়ে বাঁচতে পারেননি। দলীয় ১৫ রানের মাথায় বিদায় নেন ইমরুল (৪)। এরপর শুন্য রানেই বিদায় নেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। ২৬ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের স্কোর বোর্ডে আরও ১২ রান যোগ হতেই উমেশ যাদবের তৃতীয় শিকার হয়ে বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম (২৯)।  

বিপাকে পড়া দলকে ভরসা দিচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন দাস। কিন্তু দলীয় ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ধরা পড়েন মাহমুদউল্লাহ (৬)। এদিকে শামির বাউন্সে মাথায় বলের আঘাত লাগায় আম্পায়ারের অনুমতি নিয়ে ক্রিজ ছাড়েন লিটন। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তিনি করেন ২৪ রান।

কনকাশন রিপ্লেসমেন্ট হিসেবে লিটনের জায়গায় আসেন মেহেদী হাসান মিরাজ। তবে, বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ইশান্ত শর্মার চতুর্থ শিকার হওয়া মিরাজ ফেরেন ১৩ বলে ৮ রান করে। এর আগে এবাদত হোসেনের ব্যাট থেকে আসে ১ রান।

দলীয় ১০৫ রানে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন নাঈম হাসান। ইশান্ত শর্মার পঞ্চম শিকার হয়ে ফেরার আগে তিনি ২৮ বলে করেন ১৯ রান। এরপর শামির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন আবু জায়েদ রাহি (০) ।  

লিটন দাস ছাড়াও শামির বাউন্সে মাথায় আঘাত পেয়েও খেলা চালিয়ে যাওয়া নাঈম হাসানের কনকাশন রিপ্লেসমেন্ট হিসেবে মাঠে নেমেছেন তাইজুল ইসলাম। লিটনের বদলি হিসেবে নামা মিরাজ ব্যাটসম্যান না হওয়ায় বোলিং করতে পারবেন না। তবে তাইজুল পারবেন। কারণ নাঈম নিজে একজন স্পিনার। অর্থাৎ টেস্টের প্রথম দিনেই দুজনকে কনকাশন রিপ্লেসপেন্ট হিসেবে নামায় বাংলাদেশ। এটা এক নতুন রেকর্ড।  

ভারতীয় বোলারদের মধ্যে গোলাপি বলে প্রথম ৫ উইকেট তুলে নেওয়ার কীর্তি গড়েন ইশান্ত শর্মা। এছাড়া উমেশ যাদব তিনটি আর মোহাম্মদ শামি দুটি উইকেট তুলে নেন।

ফিল্ডিংয়ে নেমে শুরুতে ভালোই করেছিল বাংলাদেশ। মেহেদী হাসানের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করে স্বাগতিক দলের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে বিদায় করেন আল-আমিন হোসেন। বাংলাদেশের হয়ে গোলাপি বলের টেস্টে কোনো বোলারের প্রথম উইকেটপ্রাপ্তির কীর্তিও এখন এই ডানহাতি পেসারের দখলে।

তবে নিজে উইকেট নিলেও ফিল্ডিংয়ে প্রায় সর্বনাশ করে ফেলেছিলেন আল-আমিন। আবু জায়েদের করা ভারতীয় ইনিংসের ১২তম ওভারে রোহিতের ক্যাচ ফেলে দেন তিনি। রোহিতের পুল শটে বল উড়ে গিয়ে ফাইন লেগে থাকা আল-আমিনের হাতে গিয়ে পড়ে। কিন্তু সবাইকে হতভম্ব করে দিয়ে এই সহজ ক্যাচও ফেলে দেন তিনি। তবে বড় কোনো মূল্য দেওয়ার আগেই রোহিতকে (২১) বিদায় করেন এবাদত।

২ উইকেট হারিয়ে অবশ্য ভারত দমে যায়নি। বরং চেতেশ্বর পূজারাকে নিয়ে ৯৪ রানের জুটি গড়ে দলকে লিড এনে দেন বিরাট কোহলি। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা পূজারাকে নিজের দ্বিতীয় শিকার বানিয়ে ফেরান এবাদত। স্লিপে থাকা শাদমান ইসলামের হাতে ক্যাচ দেওয়ার আগে ৮ চারে সাজানো ৫৫ রানের ইনিংস খেলেছেন তিনি।  

পূজারা বিদায় নিলেও দারুণ ব্যাটিংয়ে ফিফটির দেখা পান কোহলি। এর মাঝে টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে দ্রুততম সময়ে ৫ হাজার রানের চূড়া ছুঁয়েছেন তিনি। দিনশেষে ৫৯ রানে কোহলি আর ২৩ রান নিয়ে অপরাজিত আছেন আজিঙ্কা রাহানে। ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৭৪ রান।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।