লিটন ছিটকে গেছেন প্রথম সেশনের আগে, ২১তম ওভারে। ইশান্ত শর্মার বল খেলতে গিয়ে মাথায় আঘাত পান তিনি।
নাঈম হাসান আঘাত পান বিরতির পরপরই ২২তম ওভারে। ২ ওভারের মধ্যে বাংলাদেশ হারায় দু’জনকে। তাদের সিটি স্ক্যান করা হয়েছে।
পরে লিটন-নাঈমের টেস্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে। বর্তমানে দু’জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
তাদের পরিবর্তে ‘কনকাশন রিপ্লেসমেন্ট’ নিয়মে লিটনের জায়গায় আসেন মেহেদি হাসান মিরাজ। আর নাঈমের জায়গায় আসেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরএআর/জেআইএম