ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াটলিংয়ের সেঞ্চুরিতে লিড নিয়েছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
ওয়াটলিংয়ের সেঞ্চুরিতে লিড নিয়েছে নিউজিল্যান্ড টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন ওয়াটলিং

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে লিড নিয়েছে কিউইরা। দলপতি কেন উইলিয়ামসন, কলিন ডি গ্রান্ডহোমের ফিফটি আর বিজে ওয়াটলিংয়ের অপরাজিত সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড ৪১ রানে এগিয়ে আছে। হাতে আছে আরও ৪টি উইকেট।

প্রথম ইনিংসে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে তোলে ৩৫৩ রান। তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩৯৪ রান।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন বেন স্টোকস। ওপেনার জো বার্নস ৫১, জো ডেনলি ৭৪, জস বাটলার ৪৩ রান করেন। কিউই পেসার টিম সাউদি চারটি, কলিন ডি গ্রান্ডহোম দুটি, নেইল ওয়াগনার তিনটি আর ট্রেন্ট বোল্ট একটি করে উইকেট তুলে নেন।

ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার জীত রাভাল (১৯) আর টম ল্যাথাম (৮) দ্রুত বিদায় নেন। দলপতি কেন উইলিয়ামসন করেন ৫১ রান। রস টেইলর ২৫, হেনরি নিকোলস ৪১ রানে বিদায় নেন। ওয়াটলিং টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন। দিন শেষে ২৯৮ বলে ১৫টি বাউন্ডারিতে করেছেন অপরাজিত ১১৯ রান। ৩১ রানে অপরাজিত আছেন মিচেল স্যান্টনার। মাঝে ৬৫ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ডি গ্রান্ডহোম।

ইংলিশদের স্যাম কুরান দুটি, বেন স্টোকস দুটি, লিচ একটি আর জো রুট একটি করে উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।