মুমিনুল হক: ছবি-সংগৃহীত
ভারতের বিপক্ষে পুরো সিরিজেই চরমভাবে ব্যর্থ বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচে জয় পাওয়া ছাড়া আর কোনো ম্যাচেই প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় টেস্টেও নিশ্চিত পরাজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। প্রথম ইনিংসেও মুমিনুল সাজঘরে ফেরেন ডাক মেরে।
দুই ইনিংসে কোনো রান না করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। টেস্ট ইতিহাসে ২৩তম অধিনায়ক হিসেবে দুই ইনিংসে ডাক মেরেছেন বাংলাদেশের অধিনায়ক।
১৯০২ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক জিও ডার্লিং প্রথম ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে কোনো রান না করে আউট হন। মুমিনুলের আগে সর্বশেষ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরএআর/ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।