ভারতের বিপক্ষে পুরো সিরিজে ব্যাটসম্যানরা চরমভাবে ব্যর্থ। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেষ যাদবের বল খেলতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের।
তবে ঘরোয়া ক্রিকেটে উইকেটগুলো এখন আগের চেয়ে উন্নত করা হয়েছে। এর ফলাফল পেতে সময় লাগবে বলে জানিয়েছন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। ইডেন গার্ডেনসে বাংলানিউজের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
সুনন বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে উইকেট পরিবর্তন করা হয়েছে। ঢাকার বাইরের উইকেটগুলো পেস সাহায়ক করা হয়েছে। কয়েক দিন আগেও কিন্তু জাতীয় লিগে পেস বোলার ৮ উইকেট পেয়েছে। আস্তে আস্তে সবই পরিবর্তন হবে তবে সময় লাগবে। অগামী তিন থেকে চার বছর পরই ভালো একটা পর্যায়ে আসতে পারবো। ’
তবে শুধু মাত্র বোর্ড নয় ক্রিকেটারদেরও নিজেদের চেষ্টা করা উচিৎ নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে। প্রধান নির্বাচক বলেন, ‘শুধু মাত্র বোর্ড নয় ক্রিকেটারদের নিজেদেরও সচেতেন হওয়া উচিৎ। বোর্ড তাদেরকে সুযোগ সুবিধা দেয় তাদের নিজেদের উচিৎ সেটা ধরে রাখা। তা না হলে কোনো কিছুতেই কাজ হবে না। ’
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরএআর/এমএমএস