ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাবর আজমের সেঞ্চুরি সত্ত্বেও পাকিস্তানের ইনিংস পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বাবর আজমের সেঞ্চুরি সত্ত্বেও পাকিস্তানের ইনিংস পরাজয় সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন দাঁতে দাঁত চেপে ব্যাটিং করলো পাকিস্তান। সেঞ্চুরি তুলে নিলেন বাবর আজম। সেঞ্চুরি বঞ্চিত মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে দারুণ পার্টনারশিপও গড়লেন বাবর। তবে এত কিছুর পরও ইনিংস হার এড়াতে পারলো না সফরকারীরা। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে এক ইনিংস ও ৫ রানের জয় তুলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান-২৪০ ও ৩৩৫ (৮৪.২ ওভার)
অস্ট্রেলিয়া ৫৮০

রোববার বাংলাদেশ সময় ভোরে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তৃতীয় দিন ৬৪ রানে তিন উইকেট হারানো দলটি এদিন আরও ২৭২ রান যোগ করে অলআউট হয়।

২৭৬ রানে পিছিয়ে থেকে শুরু করা পাকিস্তান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান শান মাসুদে (৪২) উইকেট হারায়। শূন্য রানে সাজঘরে ফেরেন ইফতিখার আহমেদ। তবে ষষ্ঠ উইকেট জুটিতে রিজওয়ানের সঙ্গে ১৩২ রানের পার্টনারশিপ গড়ে প্রতিরোধ গড়ে তোলেন বাবর। বাবরের সেঞ্চুরিও বাঁচাতে পারেনি পাকিস্তানকে। ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তবে ১৭৩ বলে ১৩টি চারে ১০৪ করার করে তারকা এ ব্যাটসম্যান নাথান লায়নের শিকার হন। পরে সপ্তম উইকেট জুটিতে ইয়াসির শাহকে নিয়ে ৮৯ রান তোলেন রিজওয়ান। তবে দুঃখ নিয়ে মাঠ ছাড়েন এই তরুণ ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থাকতে জস হ্যাজেলউডের বলে বিদায় নেন। ১৪৫ বলে ১০টি চারে ৯৫ করেন তিনি। ৪২ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নেন হ্যাজেলউড। এছাড়া মিচেল স্টার্ক ৩টি ও প্যাট কামিন্স দুটি উইকেটের দেখা পান।

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ১৮৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মার্নাস লাবুশানে ম্যাচ সেরা নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।