ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানান, এই ম্যাচের ফলাফলের পেছনে দলগতভাবে খেলতে না পারাই দায়ী। তাই ফালফলটা তাদের বিপক্ষে গিয়েছে।
প্রথমবারের মতো খেলতে নামায় গোলাপি বলের চ্যালেঞ্জটা বাংলাদেশ নিতে পারনি বলেও মনে করেন তিনি, ‘আমার কাছে মনে হয় লাল বলের চেয়ে গোলাপি বলের চ্যালেঞ্জটা বেশি থাকে। বিশেষ করে নতুন বলে চ্যালেঞ্জটা বেশি। আমরা যদি নতুন বলের চ্যালেঞ্জ নিতে পারতাম আপনি দেখেন যে শেষের দিকে শিশির পড়ার পর জিনিসটা সহজ হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয় গোলাপি বলের টেস্টে নতুন বলের চ্যালেঞ্জটা বেশি, যেটার চ্যালেঞ্জটা নিতে পারিনি। যে কারণে পিছিয়ে গেছি। ’
টেস্টে বাংলাদেশের এমন দুর্দশা থেকে বের হয়ে আসতে সময় প্রয়োজন বলে মনে করেন মুমিনুল, ‘আমরা অনেক কম টেস্ট খেলি। আমার কাছে মনে হয় সামনে অনেক টেস্ট ম্যাচ আছে। প্রায় ১০টা টেস্ট ম্যাচ আছে। আমরা যখন অনেক টেস্ট ম্যাচ খেলবো সমস্যাগুলো আস্তে আস্তে ওভারকাম হবে। ’
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আরএআর/এমএইচএম