ইডেনে দিবা-রাত্রির টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক সেটাই পরিস্কার করে বললেন। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারলে হয়তো টেস্টে ম্যাচে আরও লড়াই করা যেত, এমনটাই জানালেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।
মুমিনুল বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটার হিসেবে অজুহাত দেখানোর কোনো মানেই হয়না। আমি কোন অজুহাত দেবো না। এটা হয়নি ওটা হয়নি, অজুহাত দেয় যারা পরাজিত হয়। আমরা টিম হিসেবে খেলতে পারিনি এমনকি কোনো বড় জুটি গড়তে পারিনি। গতকাল মুশফিক ভাই, রিয়াদ ভাই ভালো জুটি গড়েছিল। এভাবে যদি জুটি গড়তে পারতাম তাহলে হয়তো ম্যাচটাতে টিকে থাকতে পারতাম। আমরা খুব বাজে ব্যাটিং করেছি। ’
এই সিরিজ থেকেও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন অধিনায়ক। তিনি বলেন, ‘এই সিরিজটা থেকে অনেক কিছু শেখার আছে। আপনি কেমন খেললেন পরবর্তীতে কী প্রস্তুতি নেবেন, আমার মনে হয় দলের সবাই এই শিক্ষাটা নেবে। যে শিক্ষাটা পরবর্তীতে এক বছর অথবা দুই বছর সিরিজগুলোতে অনেক কাজ দেবে। ’
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আরএআর/ইউবি