ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশের ব্যাটসম্যানদের মানসিকভাবে শক্ত হতে হবে’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
‘বাংলাদেশের ব্যাটসম্যানদের মানসিকভাবে শক্ত হতে হবে’ ছবি:সংগৃহীত

কলকাতা থেকে: সাদা পোশাকে বাংলাদেশের করুণ অবস্থার কথা সবারই জানা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা যে টাইগারদের জন্য কঠিন হবে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য বেশ কঠিন হবে সেটা বলার অপেক্ষা ছিল না। পুরো টেস্ট সিরিজে ব্যাটসম্যানরা বিন্দু মাত্র প্রতিরোধ গড়তে পারেননি।

ভারত সফরে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যদিও এই সিরিজে সাকিব-তামিমের মতো ক্রিকেটার ছিলেন না।

চোটও ভুগিয়েছে বেশ। তবে দলের ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেননি।

ভারতীয় জাতীয় দলে খেলা মনোজ তিওয়ারি বাংলাদেশের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা এই ভারতীয় বাঙালি মনে করেন সিরিজ শুরুর আগে থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানরা মানসিক ভাবে পিছিয়ে ছিল যার কারণে কোনোধরনের প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি।

মনোজ তিওয়ারি বলেন, ‘হতাশ তো হয়েছি, আমি অনেক কাছ থেকে বাংলাদেশ টিমকে ফলো করি। বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে যাদের সঙ্গে আমরা রেগুলার বলি। তারাও কিন্তু জানে এই পারফরম্যান্সে থেকে ভালো করতে পারতো। হয়তো গোলাপি বলে  তেমন অভিজ্ঞতা ছিল না বলে প্রথমবার খেলতে নেমে সেই অসুবিধাগুলো হয়েছে। ’

বিশ্বসেরা পেস বোলাদের বিপক্ষে খেলতে হলে নিজস্ব স্কিল বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের আমার মনে হয় যেটা বুঝি ওদের আসলে স্কিল সেটটা ভালো করতে হবে। ব্যাটিংয়ের টেকনিক বেসিক যেটা বলি যখন ভালো গতিতে যে বোলাররা বল করে ১৪০-১৪৫ এর ওপরে তাদের বিরুদ্ধে অনেক পরিশ্রম করতে হবে, প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে এখনো দেখিনি যে কেউ ১৪০ এর ওপরে বল করছে কিংবা সেরকম ভাবে নিয়মিত বল করছে। এরকম পরিস্থিতি তৈরি না হলে ভালো করা সম্ভব না। ’

তিওয়ারির মতে বাংলাদেশের ব্যাটসম্যানরা আগে থেকেই মানসিক ভাবে পিছিয়ে ছিল। তাই মানসিক ভাবে আরও শক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। তিওয়ারি বলেন, ‘আমার মনে হয় ব্যাটসম্যানরা শুরু থেকেই ব্যাকফুটে ছিল, আর একবার ব্যাকফুটে চলে গেলে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়। সেটা টেকনিকেল ফল্ট। সবচেয়ে বড় কথা মানসিকভাবে তৈরি থাকতে হবে। পেস বোলারদের খেলতে গিয়েই আমার মনে হয় মানসিক ভাবে পিছিয়ে ছিল। ’

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।