ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চোটের কারণে দ্বিতীয় টেস্টে থাকছেন না বোল্ট!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
চোটের কারণে দ্বিতীয় টেস্টে থাকছেন না বোল্ট! ট্রেন্ট বোল্ট-ছবি:সংগৃহীত

পাঁজরের ইনজুরির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে থাকতে পারেন ট্রেন্ট বোল্ট। সোমবার (২৫ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের পঞ্চম দিনে চোট পান এই নিউজিল্যান্ড ফাস্ট বোলার।

ম্যাচের শেষ দিনে মাত্র এক ওভার বল করেই মাঠের বাইরে চলে যান এই বাঁহাতি বোলার। আর আগামীকাল তার চোটের জায়গায় স্ক্যান করেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

আগামী শুক্রবার ইংলিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হ্যামিল্টনে নামবে কিউইরা। তবে এই সিরিজ শেষ হওয়ার পরই অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি। তাই হয়তো হ্যামিল্টনে বোল্টকে নিয়ে ঝুঁকি নেবেন না নির্বাচকরা। তার পরিবর্তে লোকি ফার্গুসন অথবা ম্যাট হেনরিকে সুযোগ দেওয়া হতে পারে।

এদিকে ২০১৬ সালের পর জাতীয় দলের হয়ে বোল্ট মাত্র তিনটি টেস্ট খেলেননি। এছাড়া ২০১১ সালে অভিষেকের পর দলের ৭০ টেস্টের মাত্র ৬টিতে মাঠের বাইরে ছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংস ও ৬৫ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।