ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আবারও ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছে পাকিস্তানকে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
আবারও ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছে পাকিস্তানকে  আজহারকে ফেরানোর পর স্টার্কের উল্লাস: ছবি-সংগৃহীত

ছয় বছর পর ফলোঅনে পড়া পাকিস্তানকে এবার চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়ও। তৃতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরকারীরা পিছিয়ে আছে ২৪৮ রানে। প্রথম ইনিংসে বোলার ইয়াসির শাহ’র সেঞ্চুরিতে ৩০২ রান করলেও দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষ করার আগে ৩৯ রান তুলতেই টপ-অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে আবারও বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। 

এর আগে ডেভিড ওয়ার্নারের অপরাজিত ত্রিপল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৮৯ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে।  

অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের শেষদিকে পাকিস্তানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বৃষ্টি।

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৬.৫ ওভারে স্কোরবোর্ডে ৩ উইকেটে ৩৯ রান জমা করার পর বৃষ্টি নেমে আসে। এরপর আম্পায়াররা কিছুক্ষণ অপেক্ষা করার পর তৃতীয় দিন শেষ করার সিদ্ধান্ত নেন।

তার আগে অবশ্য অজি বোলারদের সামলাতে আবারও হিমশিম খেয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে দলীয় ২ রানে জশ হ্যাজলউডের এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন ওপেনার ইমাম-উল-হক। এরপর মিচেল স্টার্ক ফেরান অধিনায়ক আজহার আলীকে (৯)। দলীয় ২০ রানে বাবর আজমকে (৮) নিজের দ্বিতীয় শিকার বানান হ্যাজলউড। আগামীকাল চতুর্থদিন শুরু করবেন পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান ওপেনার শান মাসুদ (১৪) এবং আসাদ শফিক (৮)।  

এর আগে রোববার (০১ ডিসেম্বর) প্রথম ইনিংস শুরু করেন বাবর ও ইয়াসির শাহ। আগেরদিন ৬ উইকেটে ৯৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল তারা। তৃতীয় দিনে এসে পাকিস্তানকে রক্ষা করেন এই দুজন। দেয়াল হয়ে ওঠা বাবর-ইয়াসিরের ১০৫ রানের জুটি ভাঙেন স্টার্ক। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে বাবর (৯৭) বন্দী হোন টিম পেইনের হাতে।  

তবে বাবর ফিরলেও টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন ইয়াসির। মূলত লেগ-ব্রেক স্পিনার হলেও তার সেঞ্চুরিতে তিনশো পেরোনো সংগ্রহ পায় পাকিস্তান। ইয়াসিরের ২১৩ বলে ১১৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১৩ চারে। শেষ উইকেট হিসেবে দলীয় ৩০২ রানের মাথায় প্যাট কামিন্সের বলে নাথান লায়নের হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন তিনি।  

তার আগে গোল্ডেন ডাক মারেন শাহীন আফ্রিদি। মোহাম্মদ আব্বাস ২৯ রান যোগ করেছেন পাকিস্তানের স্কোরবোর্ডে। ১২ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ মুসা।  

অজিদের বিশাল সংগ্রহ তাড়া করতে গিয়ে ২৮৭ রানে পিছিয়ে থাকায় নিয়ম অনুযায়ী ৬ বছর পর ফলোঅনে পড়ে পাকিস্তান। সর্বশেষ ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে ফলোঅনে পড়েছিল তারা। অন্যদিকে অজিরা দীর্ঘ ৪ বছর পর কোনো দলকে ফলোঅনে ফেললো এবার।  

অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্ট সিরিজে প্রথম ম্যাচেও ইনিংস ব্যবধানে হারে পাকিস্তান।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।