ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রুটের ডাবলে ইংলিশদের জবাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
রুটের ডাবলে ইংলিশদের জবাব ছবি: সংগৃহীত

হ্যামিলটন টেস্টের যা অবস্থা, তাতে শেষ দিনে রোমাঞ্চকর কিছু না ঘটলে ড্র হবে ম্যাচটি। তার আগে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করে সফরকারী ইংল্যান্ড দলপতি জো রুট জবাবটা বেশ ভালোই দিয়েছেন। স্বাগতিক নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।

ম্যাচের চতুর্থ দিন শেষে কিউইরা ৫ রানে পিছিয়ে, হাতে আছে আরও ৮টি উইকেট। প্রথম ইনিংসে তারা করেছিল ৩৭৫ রান।

জবাবে, ইংলিশরা তোলে ৪৭৬ রান। চতুর্থ দিন শেষে স্বাগতিকরা ২ উইকেট হারিয়ে তুলেছে ৯৬ রান।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম ১০৫ রান করেন। রস টেইলর ৫৩, বিজে ওয়াটলিং ৫৫, ড্যারেল মিচেল ৭৩ রান করেন। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড চারটি, ক্রিস ওকস তিনটি, স্যাম কুরান দুটি আর জোফরা আর্চার একটি করে উইকেট তুলে নেন।

প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে ২২৬ রানের দারুণ এক ইনিংস খেলেন ইংলিশ দলপতি জো রুট। তার ৪৪১ বলে সাজানো এই ইনিংসে ছিল ২২টি চার আর একটি ছক্কার মার। তার আগে ওপেনার ররি বার্নস ২০৯ বলে ১৫টি বাউন্ডারিতে করেন ১০১ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান ওলি পোপ করেন ৭৫ রান।

নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার ৫টি উইকেট পান। দুটি উইকেট তুলে নেন টিম সাউদি। আর একটি করে উইকেট পান ম্যাট হেনরি এবং মিচেল স্যান্টনার।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৫ রান করা ওপেনার জীত রাভাল দ্বিতীয় ইনিংসে কোনো রান করতে পারেননি। আরেক ওপেনার টম লাথাম ১৮ রানে বিদায় নেন। দলীয় ২৮ রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। দলপতি কেন উইলিয়ামসন (৩৭) এবং রস টেইলর (৩১) টানছেন কিউইদের। স্যাম কুরান আর ক্রিস ওকস একটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।