এবারের বিপিএলের নিয়মানুযায়ী বিদেশি খেলোয়াড়ের কোটায় বাইরে থেকে দুইজন ক্রিকেটারকে দলে নিতে পারবে সব দল। প্লেয়ারস ড্রাফট থেকে পাঁচজন বিদেশি নেওয়ার পর সিলেট সামিকে দলে ভিড়িয়েছে সপ্তম বিদেশি হিসেবে।
সামি অবশ্য বিপিএলের প্রথম আসর থেকেই মাঠ মাতিয়েছেন। ২০১২ সালে তখনকার ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহীর হয়ে খেলে আসরে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। পরবর্তীতে তিনি রাজশাহীর আরেক ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসেও খেলেন।
বিদেশি কোটায় সিলেটের দলে আছেন উইন্ডিজের শেরফেইন রাদারফোর্ড, শেলডন কটরেল এবং জনসন চার্লস। শ্রীলঙ্কান জীবন মেন্ডিসের সঙ্গে জায়গা পেয়েছেন আফগান তারকা শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক। সবশেষ যুক্ত হলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি।
এবার সিলেটের কোচ হিসেবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার সাবেক ব্যাটসম্যান হার্সেল গিবসকে। এছাড়া, দলটির প্রধান পরামর্শক হিসেবে থাকছেন কোচ সারোয়ার ইমরান।
সিলেট থান্ডার স্কোয়াড:
দেশি ক্রিকেটার: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রুয়েল মিয়া।
বিদেশি ক্রিকেটার: শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস, শেলডন কটরেল, মোহাম্মদ সামি।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমআরপি