সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় ২৫ লাখ টাকা ব্যয়ে এ ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এমপি মাশরাফি বিন মর্তুজা ও আইপিডিসি-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম।
পরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানে মাশরাফি বিন মর্তুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন- আইপিডিসি-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমআইপিডিসির হেড অব কর্পোরেট কম্যুনিকেশন মেহেজাবিন ফেরদৌস এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক।
এ সময় মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, আইপিডিসির ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান দাউদ সামস, আইপিডিসির ডিএমডি ও হেড অব রিটেল কায়সার হামিদ, নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমূল ইসলাম টুলু, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে আইপিডিসির সৌজন্যে জেলার তৃণমূল পর্যায়ের ৭৫ জন ফুটবল, ক্রিকেট এবং ভলিবল খেলোয়াড়ের মধ্যে ৫ লাখ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা আইপিডিসি-এর সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়। এর মাধ্যমে নড়াইলে অত্যাধুনিক জিম নির্মাণ এবং আগামী ৩ বছর সমগ্র নড়াইল জেলার তৃণমূল পর্যায় থেকে মেধাবী ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলোয়াড় অন্বেষণ ও বাছাই করে সারা বছর অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর সমস্ত ব্যয় ভার বহন করবে আইপিডিসি। এর মধ্য দিয়ে নড়াইলের ছেলে-মেয়েরা আবারও খেলাধুলায় ফিরবে এবং দেশ-বিদেশে নড়াইলের মুখ উজ্জ্বল করবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
আরএ