ক্যামেরন ব্যানক্রফটকে ছেড়ে দিয়ে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ শেষ। এবার অস্ট্রেলিয়ার নতুন প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রতিবেশি দেশটির বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্টও দলও ইতোমধ্যে ঘোষণা করেছে অজিরা। যেখানে মাত্র একটি পরিবর্তন। পরিবর্তন বললে ভুল হবে, শুধুমাত্র ক্যামেরন ব্যানক্রফটকে ছেড়ে দিয়ে ১৩ সদস্যের দল দেওয়া হয়েছে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে একই একাদশ নিয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়া। যেখানে দুটিতেই ইনিংস ব্যবধানে জয় পায় স্বাগতিক দলটি।
সেই স্কোয়াডে ব্যানক্রফট ছাড়া একাদশের বাইরে ছিলেন জেমস প্যাটিনসন ও মাইকেল নেসার।
আগামী ১২ ডিসেম্বর পার্থে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া টেস্ট দল: টিম পেইন (অধিনায়ক), জো বার্নস, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।