২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটের জন্য শেষবার গ্যালারির সংস্কার কাজ করা হয়েছিল। এরপর আর সংস্কারের মুখ দেখেনি মিরপুরের গ্যালারি।
এবার বিদেশি প্রতিষ্ঠান বাদ দিয়ে দেশিয় প্রতিষ্ঠানের কাছ থেকে চেয়ার নেওয়া হচ্ছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) এই তথ্য জানান বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘নতুন চেয়ার, যাদের কাছে থেকে আমদানি করার কথা, তাদের সঙ্গে অনেক যোগাযোগ করেছি। ঠিক করে দিচ্ছি, পাঠাচ্ছি, দেখছি বলে তাদের সাড়া পাওয়া যাচ্ছে না। এই প্রথমবারের মতো স্থানীয় আরএফএলের চেয়ার নিচ্ছি। হাজার পাঁচেক চেয়ার নিচ্ছি। যদি এদের চেয়ার টেকশই হলে তো আর বাইরে যাওয়ার দরকার নেই। লোকাল থেকে নিতে পারব। চেয়ার দেখছিলাম ওজন, সাইজ, ডিজাইন সব আগেরটার মতোই বানিয়ে দিয়েছে। দেখি এগুলো কতদিন যায়। যদি যায় তাহলে আমরা লোকালি সংগ্রহ করব। ’
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
আরএআর/এমএমএস