ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার হেড কোচ হচ্ছেন মিকি আর্থার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
শ্রীলঙ্কার হেড কোচ হচ্ছেন মিকি আর্থার মিকি আর্থার-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কান ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সাবেক এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করতে সম্মত হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আর আর্থারের সহকারী হিসেবে থাকবেন ব্যাটিং কোচ গ্রান্ড ফ্লাওয়ার, বোলিং কোচ ডেভিড সাকের ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমেট।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গেই দুই বছরের চুক্তি করা হচ্ছে। অবশ্য ধারণা করা হচ্ছে ফ্লাওয়ার শুধুমাত্র সীমিত ওভারের সিরিজেই থাকবেন।

সেই সঙ্গে চলতি ডিসেম্বরের শেষে পাকিস্তানে দুই টেস্ট সিরিজে সফর করবেন না তিনি।

এদিকে গত ৮ বছরের মধ্যে ১১তম হেড কোচ হিসেবে আর্থারকে নিয়োগ দিচ্ছে শ্রীলঙ্কা। আর কোচ হিসেবে এই প্রোটিয়ার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে পাকিস্তান সফর। যেখানে ২০১৬ সাল থেকে এবছর ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি পাকিস্তানেরই কোচ ছিলেন। তবে লঙ্কানদের বর্তমান অন্তবর্তীকালীন কোচ রমেশ রত্নায়েকও আর্থারকে সাহায্য করতে পাকিস্তান সফর করবেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।