ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ে তামিম-মুশফিকের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ে তামিম-মুশফিকের অভিনন্দন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল

দক্ষিণ আফ্রিকায় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে যুব টাইগারদের জয়ে টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

টুইট বার্তায় যুব টাইগারদের জয়ের মূহুর্তের ভিডিও শেয়ার করে মুশফিকুর রহিম লেখেন, আলহামদুলিল্লাহ. মাশাআল্লাহ টাইগারস... অনেক গর্ব অনুভব করছি। আমাদের ক্যাপ্টেন আকবর ও তার দলের জন্য বিপুল অভিনন্দন।

অপরদিকে তামিম ইকবাল টুইট করেন, আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ জয় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে আন্তরিক অভিনন্দন। তোমরা পুরো দেশকে গর্বিত করেছো।

এর আগে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ভারতকে হারিয়ে  প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।